বিনোদন ডেস্ক
বছরের মাঝামাঝি সময়ে হলে এসে ভালোই চমক দেখাচ্ছেন সারা আলী খান। গত বছর ‘আতরাঙ্গি রে’ মুক্তির পর বড় পর্দায় দীর্ঘ বিরতি ছিল তাঁর। সেই বিরতি ভাঙল ‘জারা হাটকে জারা বাঁচকে’ দিয়ে। শুক্রবার মুক্তি পাওয়া এ সিনেমায় সারা প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ভিকি কৌশলের সঙ্গে। এ জুটির অভিনয় দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছেন দর্শক।
বলিউডের বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ হিসাব দিয়েছেন, শুক্রবার ৫ দশমিক ৪৯ কোটি এবং শনিবার ৭ দশমিক ২০ কোটি—দুই দিনে মোট ১২ দশমিক ৬৯ কোটি রুপি আয় করেছে ‘জারা হাটকে জারা বাঁচকে’। অবশ্য বক্স অফিসে এমন সাফল্যের পেছনে কাজ করেছে প্রযোজকের অভিনব পন্থা। রাখা হয়েছে একটি টিকিট কিনলে আরেকটা ফ্রির অফার, যা নিঃসন্দেহে ম্যাজিকের মতো কাজ করেছে। জারা হাটকে জারা বাঁচকের রেশ থাকতেই এল সারার আরেকটি নতুন সিনেমার খবর।
গতকাল বলিউড হাঙ্গামা জানিয়েছে, পরিচালক সন্দীপ কেওলানি ও অভিষেক কাপুরের ‘স্কাই ফোর্স’ সিনেমায় অভিনয় করবেন সারা। মে মাস থেকেই সিনেমার শুটিং শুরু হয়েছে। মূল চরিত্রে অক্ষয় কুমার। লন্ডনের বিভিন্ন লোকেশনে অক্ষয়কে নিয়ে চলছে শুটিং। সেখানে তিন মাস কাজ চলবে। লন্ডনেই সিনেমার শুটিংয়ে যোগ দেবেন সারা। এতে তিনি জুটি বাঁধবেন বীর পাহাড়িয়ার সঙ্গে। যাঁরা নিয়মিত বলিউড তারকাদের খোঁজখবর রাখেন, তাঁরা নিশ্চয় বীরকে চিনবেন। সারার সাবেক প্রেমিক তিনি। ‘স্কাই ফোর্স’-এর কল্যাণেই আবার দেখা হচ্ছে তাঁদের। বলে রাখা ভালো, সাবেক প্রেমিকার হাত ধরেই বলিউডে অভিষেক হচ্ছে বীর পাহাড়িয়ার। বীরের বাবা প্রখ্যাত ব্যবসায়ী সঞ্জয় পাহাড়িয়া। তিনি ভারতের আম্বানি পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
গত বছর কফি উইদ করণ অনুষ্ঠানে এসে বীরের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছিলেন সারা। ওই অনুষ্ঠানে সারার সঙ্গে ছিলেন তাঁর কাছের বন্ধু জাহ্নবী কাপুর।তাঁরা দুজনে গল্প-আড্ডায় জানিয়েছিলেন, একসময় দুই ভাই বীর পাহাড়িয়া ও শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করতেন সারা ও জাহ্নবী। বীরের সঙ্গে সারার প্রেম না টিকলেও জাহ্নবীকে এখনো শিখরের সঙ্গে বিভিন্ন সময় ঘুরতে দেখা যায়।