যশোরের ঝিকরগাছায় শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে বিনা মূল্যে জন্মনিবন্ধন গ্রহণ বিষয়ক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার উপজেলার নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এ মা সমাবেশ করা হয়।
স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের স্থানীয় সরকারের উপপরিচালক হুসাইন শওকত। পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী, নিশ্চিন্তপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এবং পুনর্বাসন কেন্দ্রের প্রধান শিক্ষক আমিরুল কবীর। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আলমগীর হোসেন।
আলোচনা সভা শেষে ৩০ জন প্রবীণকে রাতে পথ চলতে টর্চলাইট দেওয়া হয়।