Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

দায়রা আদালতেও জামিন হয়নি ভোলা র

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

দায়রা আদালতেও জামিন হয়নি ভোলা র

পুলিশের সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক ওরফে ভোলার জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এ আদেশ দেন।

মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী গতকাল বলেন, ‘গত ২৪ অক্টোবর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভোলার জামিনের আবেদন নামঞ্জুর হয়। ওই আদেশের বিরুদ্ধে মিস মামলা করে দায়রা আদালতে তাঁর জামিন চান। রাষ্ট্রপক্ষে আমরা জামিনের বিরোধিতা করেছি।’

এর আগে গত ২৩ অক্টোবর ভোররাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরের বেনাপোল থেকে তাঁকে গ্রেপ্তার করে। সেদিন চট্টগ্রাম আদালতে তাঁকে হাজির করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তিনি বাবুল আক্তারের নির্দেশে মাহমুদা খানম মিতু হত্যার কথা স্বীকার করেন।

২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে নগরের জিইসি মোড় এলাকায় হত্যার শিকার হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় তাঁর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত শেষে পিবিআই এ বছরের ১২ মে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়। ওই দিন মাহমুদার বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে বাবুলসহ আটজনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি