উবায়দুল্লাহ বাদল, ময়মনসিংহ থেকে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারে সরগরম ময়মনসিংহের ১১টি আসন। তবে সবচেয়ে বেশি আলোচনায় আছে ময়মনসিংহ-৪ (সদর) আসন। বিএনপি ভোটে না থাকলেও এই নির্বাচনে কঠিন চ্যালেঞ্জে পড়তে হবে আওয়ামী লীগের প্রার্থী মোহিত উর রহমান শান্তকে। ওই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দলটিরই এক স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আমিনুল হক শামীম। ভোটাররা বলছেন, নির্বাচনী দৌড়ে এখানে নৌকা ও ট্রাকের গতি সমানে সমান।
ময়মনসিংহ-৪ আসনে নৌকার প্রার্থী মোহিত উর রহমান শান্ত সদ্য প্রয়াত সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের ছেলে। তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অন্যদিকে তাঁর শক্ত প্রতিপক্ষ হয়ে মাঠে থাকা আমিনুল হক শামীম জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি ময়মনসিংহ সিটি মেয়র একরামুল হক টিটুর বড় ভাই। জাতীয় নির্বাচনে তাঁদের দুজনকে কেন্দ্র করে দুই শিবিরে ভাগ হয়ে পড়েছে মহানগর ও জেলা আওয়ামী লীগ।
এলাকা ঘুরে দেখা যায়, নির্বাচনী প্রচারসভাগুলোয় মহানগর ও জেলা আওয়ামী লীগের প্রায় সব গুরুত্বপূর্ণ নেতাই স্বতন্ত্র প্রার্থীর ট্রাকের পক্ষে কাজ করছেন। সে তুলনায় নৌকার প্রার্থীর পক্ষে কাজ করছেন কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতা। মোহিত উর রহমান শান্ত বলেন, ‘নৌকার জয় হবেই ইনশা আল্লাহ। সব ধরনের বাধা-বিপত্তি উপেক্ষা করে ভোটাররা নৌকাকে জয়ী করবেন।’
১১টি ইউনিয়ন ও সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ড ময়মনসিংহ সদর আসনের সীমানাভুক্ত। সেখানে মোট ভোটার আছেন ৬ লাখ ৫০ হাজার ২৮৪ জন। সিটি করপোরেশনের তুলনায় ১১ ইউনিয়নে ভোটার বেশি হওয়ার সুবিধাজনক অবস্থায় আছেন নৌকার প্রার্থী মোহিত উর রহমান। এ ছাড়া এই আসনে কমবেশি ৬০-৭০ হাজার সংখ্যালঘু ভোটার আছেন, যাঁদের অধিকাংশই নৌকায় ভোট দেবেন বলে মনে করছেন অনেকে। অন্যদিকে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের শক্ত ঘাঁটি ময়মনসিংহ সিটি করপোরেশন। তাঁর ভাই সিটি মেয়র টিটুর বিপুলসংখ্যক অনুসারী ট্রাকের জন্য মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন। তাঁরা মনে করছেন, এটা তাঁদের অস্তিত্বের লড়াই। নৌকা জয়ী হলে ভবিষ্যতে টিটু মেয়র হতে পারবেন না। অন্যদিকে নৌকার অনুসারীরা মনে করছেন, মেয়র ও এমপি দুটি পদই একই পরিবারে গেলে একক আধিপত্য প্রতিষ্ঠিত হবে ময়মনসিংহে।
শামীম ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি। এ কারণে ব্যবসায়ীদের বড় অংশ তাঁর সঙ্গে আছেন বলে দাবি সমর্থকদের। এ ছাড়া যানবাহনমালিক ও শ্রমিকেরাও ট্রাকের জন্য কাজ করছেন।
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ট্রাক প্রতীকের প্রার্থী আমিনুল হক শামীম। তিনি বলেন, ‘নগরবাসী উন্নয়ন চায়। আমার প্রধান ইস্যু যানজটমুক্ত আধুনিক নগর গড়া। আমার বিশ্বাস ভোটাররা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।’