আজকের পত্রিকা ডেস্ক
নানা আয়োজন পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবা মোমবাতি প্রজ্বালন, পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর–
কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল সাড়ে নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে থানা-পুলিশ ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে কচিমুখ নাট্যাঙ্গনের আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে রায়েরবাজার বধ্যভূমির প্রতিকৃতি তুলে ধরা হয়। শেষে দেশাত্মবোধক গান ও শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দশমিনা: দশমিনায় দিবসটি উপলক্ষে ছাত্রলীগের আয়োজনে প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বালনসহ পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মির্জাগঞ্জ: দিবসটি উপলক্ষে মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সকালে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইউএনও মোসা. তানিয়া ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
দুমকি: দুমকী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন, সম্পাদক মো. মজিবুর রহমান, জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব সুলতান আহম্মেদ হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
পাথরঘাটা: বরগুনার পাথরঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভায় ইউএনও হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ, উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভিন, বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
পিরোজপুর: পিরোজপুরে দিবসটি উপলক্ষে গতকাল সকালে জেলার প্রথম শহীদ মিনারে প্রেসক্লাব, জেলা উদীচীসহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। পরে দুপুর ১২টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা করা হয়। সভায় জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
কাউখালী: কাউখালীতে গতকাল মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় ইউএনও মোসা. খালেদা খাতুন রেখা, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতারা তিথি প্রমুখ উপস্থিত ছিলেন।