হোম > ছাপা সংস্করণ

গ্লোবাল স্পটিফাইয়ের জরিপে সেরা দশে অরিজিৎ

বিনোদন ডেস্ক

বছরের শুরুতেই দারুণ এক খবর পেলেন বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার অরিজিৎ সিং। জনপ্রিয়তার পাশাপাশি ফলোয়ার বিবেচনায় গ্লোবাল স্পটিফাই আর্টিস্ট চার্টে সেরা ১০-এ জায়গা করে নিয়েছেন তিনি। প্রথম ভারতীয় সংগীতশিল্পী হিসেবে সেরা দশে জায়গা পেলেন অরিজিৎ। শুধু তা-ই নয়, জনপ্রিয়তার দিক থেকে তিনি পেছনে ফেলেছেন রিহানা, টেলর সুইফট ও কোরিয়ান ব্র্যান্ড বিটিএসকে। ৬ কোটি ৬১ লাখ ৮৪ হাজার ৫৪২ জন ফলোয়ারের সঙ্গে এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন অরিজিৎ। তাঁর ঠিক আগে রয়েছেন মার্কিন পপ সেনসেশন জাস্টিন বিবার। এই তালিকায় সেরা তিনে রয়েছেন—এড শিরান, আরিয়ানা গ্রান্দে এবং বিলি আইলিশের মতো গ্লোবাল পপ তারকারা। অরিজিতের পর এই তালিকায় থাকা ভারতীয় শিল্পী হলেন নেহা কক্কর। তালিকার ২০তম স্থানে রয়েছেন নেহা।

অরিজিতের এই কীর্তিতে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। এমন খুশির সংবাদের পরেও চিন্তায় আছেন পশ্চিমবঙ্গের অরিজিৎভক্তরা। কারণ আগামী ১৮ ফেব্রুয়ারি কলকাতায় কনসার্ট করার কথা অরিজিতের। আদৌ সেই কনসার্টটি করা যাবে কি না তা নিশ্চিত করতে পারছেন না আয়োজকেরা।

ইকো পার্কে অরিজিৎ সিংয়ের কনসার্টের অনুমতি দেয়নি হিডকো কর্তৃপক্ষ। ওই সময় ইকো পার্কের বিপরীতে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে জি-টোয়েন্টি সম্মেলন চলবে। অরিজিতের কনসার্ট নিকো পার্ক কিংবা আকোয়াটিকায় করার বিকল্প প্রস্তাব দিয়েছেন তারা। জানা গেছে, ইতিমধ্যেই অনুষ্ঠানের ২২ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। এখনো কনসার্টের নতুন ভেন্যুর ঘোষণা দেয়নি আয়োজক সংস্থা।

অন্যদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে অরিজিতের গাওয়া দুটি গান। একটি পাঠান সিনেমার ‘ঝুমে জো পাঠান’ অন্যটি পশ্চিমবঙ্গের ‘মানবজমিন’ সিনেমার ‘মন রে কৃষিকাজ জানো না’।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন