হোম > ছাপা সংস্করণ

মমর ১০ রূপ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বাতাসে পূজার ঘ্রাণ। মণ্ডপে মণ্ডপে বাজছে ঢাক। সনাতন ধর্মাবলম্বীরা মেতে উঠেছেন তাঁদের সবচেয়ে বড় উৎসবে। সেজেছেন জাকিয়া বারী মমও। নাটক, সিনেমা, ওয়েব সিরিজে অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছেন মম। তবে এবার তিনি হাজির হচ্ছেন আরও বৈচিত্র্যময় রূপে। একসঙ্গে ১০ চরিত্রে দেখা যাবে তাঁকে।

মম জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে ‘পোর্টফোলিও’ নামে বিশেষ একটি শুট করেছেন তিনি। প্রোফাইল ট্যালেন্টের উদ্যোগে আয়োজিত এ শুটে ১০ রকমের নারী চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। এ উদ্যোগের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আছেন ইয়াছির আল হক, স্টাইলিংয়ে রুবামা ফাইরুজ আর ফটোগ্রাফি করেছেন ভাস্কর স্যাম।

মম বলেন, ‘নাটকে দ্বৈত চরিত্র করেছি অনেকবার। তবে এবার একসঙ্গে ১০টি চরিত্র করলাম। যেখানে স্থিরচিত্রের মাধ্যমে ভিজ্যুয়াল সাজানো হয়েছে। এটি প্রকাশের অপেক্ষায় আছি।’ আজ অষ্টমীতে প্রকাশ হবে বিশেষ এই পোর্টফোলিও।

ফটোশুটটি করা হয়েছে দেবী দুর্গার দশভুজার আদলে। এই পোর্টফোলিওর উদ্দেশ্য, নারীর স্বাধীনতা, সৌন্দর্যসহ নারীর ১০টি দিক তুলে ধরা। মম বলেন, ‘ঈদ বা পূজা উৎসব, এগুলো তো সর্বজনীন। দুটো উৎসবেই আমরা আনন্দে মাতি। এবারের পূজায় আমরা চেয়েছি সোশ্যাল মিডিয়ায় মানুষের মধ্যে যেন নারীর প্রতি আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। সুযোগ ও সাহস পেলে নারীরাও যে জয় করতে পারে পৃথিবী, এ শুটের মাধ্যমে সেটিই মনে করিয়ে দেওয়া হয়েছে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন