দিনাজপুরের হিলিতে লেপ-তোশক তৈরির দোকানে ভিড় করছেন ক্রেতারা। এতে বিক্রি যেমন বেড়েছে, তেমনি ব্যস্ততা বেড়েছে দোকানিদের। তবে গতবারের চেয়ে তুলা ও কাপড়ের দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা।
কয়েক দিন হিলিতে শীত বাড়ায় বাজারে লেপ-তোশক তৈরি করতে ভিড় করছেন অনেকে। কেউ কেউ নতুন লেপ-তোশক কিনতে দোকানে আসছেন। আবার কেউ তুলা কিনতে এসেছেন। আগে প্রতিটি লেপ ৯০০ টাকা করে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। আর তোশক ২ হাজার থেকে বেড়ে ২ হাজার ৫০০ টাকা হয়েছে।
বাজারে লেপ তৈরি করতে আসা আনিসুর রহমান বলেন, ‘কয়েক দিন ধরে হিলিতে শীত ও কুয়াশা পড়তে শুরু করেছে। আগের লেপ-তোশকগুলো নষ্ট হয়ে যাওয়ায় নতুন করে বানাতে আসছি। তবে তুলার দাম বেশি হওয়ায় লেপ-তোশক বানাতে মজুরিসহ বাড়তি টাকা চাচ্ছে। আগে যে লেপ বানাতে ২০০ টাকা মজুরি নিত, এখন নিচ্ছে ৩০০ টাকা।’
লেপ-তোশকের কারিগর সোহেল হোসেন বলেন, ‘শীতের দু-তিন মাস আমাদের মৌসুম। কয়েক দিন লেপ-তোশক তৈরির চাপ বাড়ায় আমাদের কাজের ব্যস্ততাও বেড়েছে। এতে আগে যে মজুরি পেতাম তা বেড়েছে, সামনে শীত আরও বাড়লে কাজের চাপ বাড়বে, তাতে করে মজুরিও বাড়বে।’
বাজারের তুলার দোকানি আব্দুল খালেক বলেন, ‘কয়েক দিন থেকে হিলিতে শীত পড়ায় লেপ-তোশক বিক্রি শুরু হয়েছে। আগের চেয়ে কাজের চাপ বেড়েছে, সামনের দিনে শীতের মাত্রা বাড়লে বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছি।