হোম > ছাপা সংস্করণ

ঝুঁকিপূর্ণ ভবনে কার্যক্রম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়ন পরিষদের ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পরিষদের যাবতীয় কাজ ওই ভবনেই করছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, উদ্যোক্তা, সদস্য ও গ্রাম পুলিশেরা। এলাকার মানুষও নিরুপায় হয়ে দাপ্তরিক কাজে ঝুঁকি নিয়ে ওই ভবনে যাতায়াত করছেন।

ইতিমধ্যে ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে প্রধানমন্ত্রীর দেওয়া টাকা নেওয়ার সময় একজন আহত হয়েছেন। সর্বশেষ গত মঙ্গল ও বুধবার চেয়ারম্যানের কক্ষের ছাদ থেকে খোয়াসহ পলেস্তারা খাসে পড়ে। এ সময় অল্পের জন্য রক্ষা পান চেয়ারম্যান মোরশেদা আক্তার। এ ঘটনার পর থেকে চেয়ারম্যান, সদস্যসহ এলাকার মানুষ পরিষদ ভবনে ঢুকতে চাচ্ছেন না।

ইউপি সচিব মো. আসাদুজ্জামান, সদস্য মো. আবুল কালাম, জন্মসনদ নিতে আসা আবু বকর খান ও ফেরদৌস গাজী বলেন, পরিষদ ভবনে ঢুকলে মাথায় পলেস্তারা পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই তাঁরা বিকল্প স্থানে ভবনের কার্যক্রম চালানোর জন্য চেয়ারম্যানকে অনুরোধ করেছেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদা আক্তার বলেন, ভবনটির অবস্থা খুবই নাজুক। পরপর দুটি দুর্ঘটনা ঘটেছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

উপজেলা প্রকৌশলী মো. আরিফুল আসলাম বলেন, ওই ইউনিয়ন পরিষদের ভবনটির অনুমোদন হয়ে আছে। দরপত্রও হয়েছে। শিগগিরই নির্মাণকাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ভবন না হওয়া পর্যন্ত পার্শ্ববর্তী ভূমি অফিসের একটি কক্ষে দাপ্তরিক কাজ পরিচালনার জন্য বলা হয়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন