হোম > ছাপা সংস্করণ

‘কালো মহারাজ’-এর দাম হাঁকানো হচ্ছে ১৫ লাখ

মহিউদ্দিন রানা, ঈশ্বরগঞ্জ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে ‘কালো মহারাজ’। আনুমানিক ওজন ২৫ মণ। ষাঁড়টি উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচর নওপাড়া গ্রামের মো. কাজল মিয়ার খামারে পালিত হচ্ছে। মালিক গরুটির দাম হাঁকাচ্ছেন ১৫ লাখ টাকা।

জানা গেছে, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এই ষাঁড় এখন পর্যন্ত উপজেলার সবচেয়ে বড় ষাঁড় বলে মনে করা হচ্ছে। উচ্চতায় ৬ ফুট এবং লম্বায় ৯ ফুটের এই ষাঁড় দেখতে প্রতিনিয়ত দূরদূরান্ত থেকে ছুটে আসেন মানুষ।

আসছেন ক্রেতারাও। গরুর মালিক গরুটির দাম হাঁকছেন ১৫ লাখ টাকা। এটি উপজেলার সবচেয়ে বড় আকার এবং ওজনের গরু বলে দাবি তাঁর।

খামারি কাজল মিয়া বলেন, ষাঁড়টির বয়স ৩ বছরের মত হয়েছে। এটি তাঁর নিজের গাভির ঘরের বাছুর। তাঁর স্ত্রী সেলিনা আক্তারের সার্বিক তত্ত্বাবধানে তিনি নিজে এবং দুই ছেলে নীরব ও মাজহারুল লালনপালন করেছে গরুটি।

কাজল আরও বলেন, গরুটিকে প্রতিদিন আঙুর, আপেল, কমলা, মাল্টা, মিষ্টি আলু, চিড়া, গুড়, ভুসি, কলাসহ প্রতিদিন সকালে ১০ কেজি করে কালো জিরার চাল খাওয়ানো হয়। প্রতিদিন গরুর পেছনে ১ হাজার ৫০০ টাকার মতো খরচ হয় বলে জানান কাজল।

কাজল বলেন, ‘আমার অনেক দিনের শখ উপজেলার মধ্যে সবচেয়ে বড় গরুটি আমার খামারে হবে। আল্লাহ আমার ইচ্ছেটা পূরণ করেছে। আমি খোঁজ নিয়ে দেখেছি আমার গরুটিই পুরো উপজেলার মধ্যে সবচেয়ে বড়। গরুটির রং কালো বলে এর নাম রেখেছি ‘কালো মহারাজ’।

কাজলের স্ত্রী সেলিনা আক্তার বলেন, ‘গরুটি খুবই শান্ত প্রকৃতির। গরুটিকে আমি আমার সন্তানদের মতো লালনপালন করেছি। আমার সন্তানদের যেমন আদর-স্নেহ করি, ঠিক তেমনি গরুটিকেও করছি’।

স্থানীয় অধিবাসী জয়নাল আবেদীন বলেন, ‘কালো মহারাজের মতো এত বড় গরু আমাদের এলাকায় আর একটিও নেই। আমরা এই গরু দেখে খুবই উৎসাহিত হচ্ছি। ভবিষ্যতে চেষ্টা করব এমন একটি গরু পালন করতে’।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, ‘বড় গরুর চাহিদা তুলনামূলকভাবে কম। সে ক্ষেত্রে গরুর মালিকের প্রতি আহ্বান থাকবে তিনি যেন আগেভাগেই ঢাকাসহ বিভিন্ন অনলাইন পশুর হাটে তাঁর গরুর প্রচার-প্রচারণা চালায়’। এ ছাড়া গরুর কোনো ধরনের সমস্যা দেখা দিলে খামারিকে দ্রুত প্রাণীসম্পদ কার্যালয়ে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন