মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাস চাপায় মো. মাহিন (১২) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মাহিন উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামের মো. ইব্রাহীম মিয়ার ছেলে। আনারপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মো. মাহিন রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় দ্রুতগামী চট্টগ্রামমুখী রয়েল কোচ পরিবহন নামে একটি যাত্রী বোঝাই বাসের চাপায় সে পিষ্ট হয়। পরে স্থানীয়রা মো. মাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহজালাল বাবুল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি (ঢাকা মেট্রো-ব-১৪-৭০১৬) জব্দ করা হয়েছে।