ক্রীড়া ডেস্ক
এক গ্রুপেই তিন ইউরোপ জায়ান্ট; মৃত্যুকূপ তো আর এমনি এমনি বলা হয়নি। সেই ‘সি’ গ্রুপ থেকে এখন বাদ পড়ার শঙ্কায় বার্সোলোনা। আজ রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে জয় ছাড়া উপায় নেই কাতালান জায়ান্টদের। উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের আশা বাঁচিয়ে রাখতে হলে তাদের জিততেই হবে। কেবল জিতলেই তো হবে না, মনেপ্রাণে জাভির শিষ্যরা চাইবে ইন্টার মিলানকে যেন ভিক্টোরিয়া প্লজেন হারিয়ে দেয়।
ইতিমধ্যে ১২ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে বায়ার্ন। তবে বার্সার জন্য এই ম্যাচ শুধু টিকে থাকার নয়, প্রতিশোধেরও। তেমন ইঙ্গিত দিলেন জাভিও, ‘আগামীকালের (আজ) ম্যাচটি প্রতিশোধের।’ অবস্থানটা খাদের কিনারে হলেও ম্যাচ জয় তো বটে, শিরোপা জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী বার্সা কোচ, ‘আমরা এখানে ম্যাচ ও শিরোপা জিততে এসেছি।’
জাভি যতই আত্মবিশ্বাসের সুরে কথা বলুক না কেন, অতীত ইতিহাস কিন্তু বায়ার্নের পক্ষে। এবারের চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগেও জার্মান জায়ান্টরা ক্যাম্প ন্যু থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে। টুর্নামেন্টে ১২ বারের দেখায় বায়ার্নের জয় ৯টিতে, ২ জয় বার্সার। কাতালোনিয়ানদের বিপক্ষে গত পাঁচবারের দেখায় প্রত্যেকবার জিতেছে বাভারিয়ানরা। এবার কি সেই ফস্কা গেরো খুলতে পারবে জাভির দল?
এই প্রশ্নের উত্তর খোঁজার আগে কী করলে বার্সা দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে সেই সমীকরণ মেলানো যাক। বায়ার্নকে হারালে বার্সার পয়েন্ট হবে ৭। পরের ম্যাচে প্লজেনের মাঠে জিতলে তার সঙ্গে যোগ হবে আরও তিন পয়েন্ট। আর ইন্টার যদি আজ ঘরের মাঠ সান সিরোতে পিলজেনকে হারায় তবে তাদের পয়েন্ট হবে ১০। সেক্ষেত্রে পরের ম্যাচে বায়ার্নের মাঠে হারলেও দ্বিতীয় রাউন্ডের আশা থাকবে তাদের। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকতে হবে ইন্টারকে। আর আজ যদি বার্সা হারে আর ইন্টার জিতে যায়, তবে আর কোনো সমীকরণের দরকার হবে না। টানা দ্বিতীয়বারের মতো জাভির দলের ঠাঁই হবে ইউরোপা লিগে।
এখনো আশা না ছাড়া জাভি বায়ার্নের বিপক্ষে হিসাব মেলাতে তাকিয়ে থাকবেন রবার্ট লেভানডভস্কির দিকে। সাফল্যের ভেলায় চড়তে এই মৌসুমে অ্যালিয়েঞ্জ অ্যারেনা থেকে পোলিশ স্ট্রাইকারকে এনেছেন তিনি। গত মাসে পুরোনো ঘরে ফিরলেও পুরোনো চেহারায় ছিলেন না লেভা। তারপরও জাভির চোখে তিনি ‘একজন ম্যাচজয়ী খেলোয়াড়, দুর্দান্ত স্কোরার।’ পোলিশ স্ট্রাইকার কি পারবেন আজ গুরুর মুখে হাসি ফোটাতে?