Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বারহাট্টায় বাড়ছে গরু চুরি, আতঙ্কে কৃষকেরা

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

বারহাট্টায় বাড়ছে গরু চুরি, আতঙ্কে কৃষকেরা

নেত্রকোনার বারহাট্টা উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ছে গরু চুরি। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন কৃষকেরা । অনেকে রাতে গোয়ালঘর পাহারাসহ চোরদের ভয়ে গরুকে তালা দিয়ে আটকে রাখছেন। এ অবস্থায় গরু চোরদের ধরতে পুলিশি তৎপরতার পাশাপাশি গ্রাম পুলিশদেরও নিজ নিজ এলাকায় পাহারা দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তবে পুলিশ প্রশাসন বলছে, বিষয়টি আমরা দেখছি।

জানা গেছে, বোরো মৌসুমের শুরুতে উপজেলার বিভিন্ন এলাকায় গরু চোরদের উপদ্রব বেড়ে গেছে। কয়েক দিনে উপজেলার বারহাট্টা সদর ইউনিয়ন থেকেই অন্তত পাঁচটি গরু চুরি হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে যশমাধব গ্রামের কৃষক মোতাহার মিয়ার একটি ষাঁড় ও ইয়াকুব মিয়ার একটি গাভী চুরি যায়। এ অবস্থায় এলাকার কৃষকদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ফলে অনেকে গোয়ালঘর পাহারা দেওয়াসহ গরুকে তালা দিয়ে আটকেও নির্ঘুম রাত কাটাচ্ছেন।

যশমাধব গ্রামের কৃষক ইয়াকুব মিয়া জানান, গত বৃহস্পতিবার রাতে আমার গাভিটি চুরি হয়ে গেছে। এটি মাত্র এক সপ্তাহ আগে একটি বাচ্চা দিয়েছে। চোরেরা বাছুরটি না নিয়ে শুধু গাভিটি নিয়ে গেছে। এতে আমার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তিনি এলাকা পুলিশি পাহারা জোরদারের দাবি জানান।

এ ব্যাপারে বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গরুর মালিকদের থানায় অভিযোগ করতে পরামর্শ দেওয়া হচ্ছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ