বিনোদন ডেস্ক
বলিউডের অন্য নায়িকাদের তুলনায় শ্রদ্ধা কাপুরের কাজের সংখ্যা অনেকটা কম। গত বছর মাত্র একটি সিনেমা মুক্তি পেয়েছিল তাঁর। ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ নামের ওই সিনেমায় রণবীর কাপুরের নায়িকা হয়ে ভালোই মাত করেছিলেন তিনি। এ বছরটা প্রায় শূন্য যাচ্ছিল শ্রদ্ধার। ১৫ আগস্ট সেই শূন্যতা পূরণ করল ‘স্ত্রী টু’। হলে এসেই বাজিমাত করেছে ভৌতিক কমেডি ঘরানার সিনেমাটি।
প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাডডক ফিল্মস জানিয়েছে, মুক্তির মাত্র চার দিনেই ৫০ কোটি বাজেটের স্ত্রী টু বিশ্বজুড়ে আয় করেছে ২৮৩ কোটি রুপি। শুধু ভারতের বাজার থেকেই এসেছে ২০০ কোটির বেশি। এ বছর এখন পর্যন্ত বলিউডে যত সিনেমা মুক্তি পেয়েছে, ব্যবসার নিরিখে সে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্ত্রী টু। প্রায় ৩৪০ কোটি রুপি আয় করে ‘ফাইটার’ আছে প্রথম স্থানে। সিনেমা বিশ্লেষকদের আশা, স্ত্রী টুর এই ধারা অব্যাহত থাকলে শিগগির ফাইটারকেও ছাড়িয়ে যাবে।
এর আগে ২০১৮ সালে স্ত্রীর প্রথম পর্ব আয় করেছিল ১৮১ কোটি রুপি। তাতে শ্রদ্ধাকে দেখা গিয়েছিল শি নামের এক রহস্যময়ী নারীর চরিত্রে, যার প্রেমে পড়ে ভিকি চরিত্রের অভিনেতা রাজকুমার রাও। ভারতের মধ্যপ্রদেশের চান্দ্রেয়ী শহরের এক লোককাহিনি নিয়ে সিনেমাটি তৈরি। প্রতিবছর ওই শহরে চার দিনের ধর্মীয় উৎসব চলে। ওই সময় আবির্ভাব হয় স্ত্রী নামের এক ভূতের। সে রাতের আঁধারে বিভিন্ন পুরুষকে তুলে নিয়ে যায়। এ রহস্য ভেদ করতে নামে রাজকুমারসহ তার বন্ধুরা। প্রথম পর্বে স্ত্রীর সঙ্গে তাদের সখ্য হয়।