Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বিজিবি-বিএসএফের মিষ্টিসহ নানা উপহার

হিলি স্থলবন্দর প্রতিনিধি

বিজিবি-বিএসএফের মিষ্টিসহ নানা উপহার

ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এ সময় বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানানো হয়।

গতকাল বুধবার দুপুর আড়াইটায় হিলি সীমান্তের চেকপোস্ট ফটকের শূন্য রেখায় বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার ইয়াসিন আলী ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার এএসআই কর্তার চান্দর হাতে মিষ্টি উপহার দেন। বিজিবির পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। এ সময় সেখানে উভয় বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সোয়া ৯টায় বিএসএফের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়া ভারতের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের পক্ষ থেকেও বিজিবি ও হিলি ইমিগ্রেশন চেকপোস্টকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার ইয়াসিন আলী বলেন, ‘আজ (গতকাল) ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। তেমনি আমরাও তাঁদের বিজিবির পক্ষ থেকে মিষ্টি উপহার দিই। তাঁদের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছি।

সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মাঝে যেন সৌহার্দ্য সম্প্রতি ও সুসম্পর্ক বজায় থাকে, সে জন্য দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে। দীর্ঘদিন ধরেই হিলি সীমান্তে এই রেওয়াজ চলে আসছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ