পাইকগাছায় বাড়ির সিঁড়ি করতে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের মারপিটে সাইদুর রহমান নামের একজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বান্দিকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সাইদুরকে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আহত সাইদুর রহমান বলেন, ‘প্রতিবেশী আমজাদ গাজীর শ্রমিকেরা আমার বাড়ির সীমানার মধ্য থেকে মাটি খুঁড়লে বাগ্বিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। সাইদুরের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’