হোম > ছাপা সংস্করণ

সন্তানের বিরুদ্ধে রাস্তা বন্ধের অভিযোগ মায়ের

বরুড়া প্রতিনিধি

বরুড়ার পশ্চিম নলুয়া গ্রামের বাসিন্দা শাহ জালালের বিরুদ্ধে বাড়ির চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ করেছেন তাঁর মা রাবেয়া বেগম। এ নিয়ে গত রোববার সন্ধ্যায় মা বাদী হয়ে বরুড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।

জানা গেছে, উপজেলার পশ্চিম নলুয়ার গ্রামের মৃত হাকিম ভূঁইয়ার স্ত্রী রাবেয়া বেগমের বড় ছেলে শাহ জালাল ভূঁইয়া গত শুক্রবার বাড়ির চলাচলের রাস্তায় ইটের দেয়াল নির্মাণ করেন। এতে রাবেয়া বেগমের অপর ৫ ছেলের স্ত্রী ও পরিবারের লোকজনের চলাচলে সমস্যায় পড়েন। রাবেয়া বেগম দেয়াল নির্মাণের সময় বাধা দিলে বড় ছেলে অভিযুক্ত শাহ জালাল ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন। এ ঘটনায় প্রতিকার চেয়ে মা রাবেয়া বেগম গত রোববার বাদী হয়ে ছেলের বিরুদ্ধে বরুড়া থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বরুড়া থানা পুলিশের এসআই আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে তিনি ঘটনার সত্যতা পান।

এদিকে অভিযুক্ত শাহ জালাল বলেন, ‘আমি আমার জায়গায় দেয়াল নির্মাণ করেছি। তাঁদের চলাচলের জন্য ওই রাস্তা দেবো না। অন্য দিকে আরেকটি রাস্তা আছে, প্রয়োজনে ওইটার সঙ্গে মিলিয়ে দেবো।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন