চৌদ্দগ্রামে বেলাল ব্রিকস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং নামের একটি ইটভাটায় দফায় দফায় হামলা চালিয়ে অফিসকক্ষ, প্রাইভেট কার ভাঙচুর এবং পাঁচ লাখ টাকা লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মানিক ও আল আমিন নামে দুই শ্রমিক আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ইটভাটা কর্তৃপক্ষের।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ওই এলাকার হৃদয়, শান্ত ও সোহেলের নেতৃত্বে একটি চক্র ইট ভাটার মালিক পক্ষের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত চাঁদা না পেয়ে গতকাল দফায় দফায় তাঁরা হামলা চালিয়ে অফিস কক্ষ এবং সিসি ক্যামেরা ভাঙচুর করেন। তা ছাড়া কয়লা কেনার জন্য ইট ভাটাটির অফিস কক্ষের ড্রয়ারে রাখা পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে যান। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে চক্রটি পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নেন।
আহত শ্রমিক আল আমিন বলেন, ‘হৃদয়, শান্ত ও সোহেলের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে ইটভাটাটির মালিক বেলাল হোসেনের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। মালিক চাঁদা দিতে অস্বীকার করায় বিভিন্ন সময় চাঁদা দাবিকারীরা রাতে শ্রমিকদের থাকার ঘরে হামলা চালাতেন। এরই ধারাবাহিকতায় গতকাল বেলা ১১টার দিকে একজন ক্রেতা ইট কিনতে আসেন। এ সময় চাঁদা দাবি করে আসা চক্রটি ওই ক্রেতাকে মারধর করে তাড়িয়ে দেয়। বিষয়টি আমরা মালিককে জানালে তিনি ইট ভাটায় হাজির হন এবং বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে জানান। এতে হৃদয়, শান্ত ও সোহেল আরও ক্ষিপ্ত হয়ে গতকাল দুপুরে হামলা চালিয়ে অফিস কক্ষ ভাঙচুর করে নগদ টাকা লুট করে নিয়ে যান।
ইটভাটার মালিক বেলাল হোসেন বলেন, ‘ওই চক্রটি দীর্ঘদিন ধরে আমার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। গতকাল ইটভাটা থেকে এক ক্রেতাকে মারধর করে তাড়িয়ে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থালে যাই। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান এ. কে. খোকনকে জানাই। এতে ক্ষিপ্ত হয়ে ওই চক্রটি দল বেঁধে ইটভাটায় এসে আমার অফিস কক্ষ ভাঙচুর করে পাঁচ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় তাঁদের হামলায় মানিক ও আল আমিন নামের দুই শ্রমিক আহত হন। পরে বিষয়টি চৌদ্দগ্রাম থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ চলে গেলে চক্রটি আবারও আমার ওপর হামলা চালায়। এ সময় আমি আত্মরক্ষার্থে পার্শ্ববর্তী বাড়িতে আশ্রয় নিলে আমার ব্যবহৃত প্রাইভেট কারটি ভাঙচুর করা হয়। এ ঘটনায় আমার অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
ঘোলপাশা ইউপি চেয়ারম্যান একে খোকন বলেন, ‘বেলা ১১টার দিকে বেলাল ব্রিকস নামের ইটভাটার এক ক্রেতাকে মারধর ও ইট নিতে বাধা দেওয়ার বিষয়ে মৌখিক অভিযোগ করেন ইটভাটার মালিক বেলাল হোসেন। পরবর্তী সময়ে হামলাকারীরা পুনরায় হামলা চালিয়ে অফিস কক্ষ ভাঙচুর ও টাকা লুট করে নিয়ে গেছে বলে শুনেছি।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘ইটভাটার অফিস কক্ষে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’