হোম > ছাপা সংস্করণ

কলকাতা ফেস্টিভ্যালে ‘হাওয়া’ দেখানোর চেষ্টা করব

বিনোদন প্রতিবেদক, ঢাকা

কলকাতার নন্দন সিনেমা হলে চলছে চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। শনিবার উৎসব শুরু হয়েছিল মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমার প্রদর্শনী দিয়ে। সকাল থেকে শত শত মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন সিনেমাটি দেখতে। শনিবার বেলা একটায় ‘হাওয়া’ দেখতে এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। মঞ্চে উঠেই দর্শকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিলেন, ‘কী দেখতে এসেছেন আপনারা?’ সমস্বরে আওয়াজ উঠল—‘হাওয়া’।

এরপর প্রসেনজিৎ বললেন, ‘আমিও আপনাদের মতো আজকে হাওয়া দেখতে এসেছি সব কাজ ছেড়ে। আপনাদের সঙ্গে বসে আজকে হাওয়া দেখব। কারণ, সিনেমাটা বাংলা ভাষায় এবং বাংলাদেশে তৈরি হয়েছে। আমি খুব গর্ব বোধ করছি, যখন ঢুকলাম, লম্বা একটা লাইন দেখলাম। হাওয়া নিয়ে কথা বলার আগে আমি আমার মনের মানুষকে ডাকব।’

এরপর মঞ্চে এলেন চঞ্চল চৌধুরী। প্রসেনজিতের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন। তারপর বললেন, ‘আমি অভিভূত। কী পরিমাণ আনন্দিত, এটা ভাষায় প্রকাশ করতে পারব না। বুম্বাদা (প্রসেনজিৎ) আমাকে এত স্নেহ করেন। বুম্বাদা আমার বড় ভাই। আমার মেন্টর। আমি “মনের মানুষ” সিনেমা করেছিলাম বুম্বাদার সঙ্গে। এটা আমার জন্য অনেক সৌভাগ্যের। তার পর থেকে বুম্বাদার হাতটা আমার মাথার ওপরে আছে।’

‘হাওয়া’র প্রদর্শনী শুরুর আগে প্রসেনজিৎ বললেন, ‘আমি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ‘‘হাওয়া’’ দেখানোর চেষ্টা করব।’ সঙ্গে সঙ্গে অসংখ্য দর্শক করতালি দিয়ে প্রসেনজিতের এই প্রতিশ্রুতিকে স্বাগত জানালেন।

প্রদর্শনী শেষে আরও একবার মঞ্চে উঠলেন চঞ্চল। শুরু করলেন সংলাপ দিয়ে, ‘কী? ভয় পাচ্ছিস?’ পেছনের পর্দায় তখনো হাওয়ার এন্ড টাইটেল উঠছে। সামনে দাঁড়িয়ে ‘সাদা সাদা কালা কালা’ গান গাইছেন চঞ্চল। হলভর্তি দর্শক গলা মেলাচ্ছে তাঁর সঙ্গে।

এই অভূতপূর্ব দৃশ্য দেখে মন ভরে গেল চঞ্চলের। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে চঞ্চল বললেন, ‘আমাদের সিনেমাটি দেখার জন্য আপনারা এত উৎসাহ দেখালেন, এত কষ্ট করলেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। অনেকে জায়গা না পেয়ে ফিরে গেছেন। আমাদের দুর্ভাগ্য, সিনেমাটি আমরা কলকাতার হলে রিলিজ দিতে পারিনি। তবে সে চেষ্টা চলছে।’

বাড়ল আরও দুই শো
পরিকল্পনা ছিল, ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর—পাঁচ দিনের উৎসবে ‘হাওয়া’র চারটি শো হবে। কিন্তু সিনেমাটি দেখতে দর্শকের প্রবল আগ্রহের কারণে উৎসব কর্তৃপক্ষ আরও দুটি শো বাড়িয়েছে। গতকাল তারা জানিয়েছে, আজ সোমবার ও আগামী বুধবার সকাল ১০টায় নন্দন-১ হলে ‘হাওয়া’র আরও দুটি প্রদর্শনী হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন