আমদানি বাড়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা। দুদিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ ৪০ থেকে ৪৩ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে বর্তমানে তা কমে ৩৫ থেকে ৩৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
নতুন পেঁয়াজ আসা শুরু করলে দাম আরও কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে দাম কমায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারসহ নিন্ম আয়ের মানুষজন।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী তোজাম্মেল হোসেন বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালীপূজার কারণে ভারতে পেঁয়াজের মোকামে ৪ দিন ট্রাক লোডিং বন্ধ ছিল। এর ফলে গত সপ্তাহে হিলিসহ দেশের সবগুলো বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমে যায়। ফলে দেশের বাজারে পেঁয়াজের চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দাম বাড়তির দিকে ছিল। পূজার বন্ধের পর মোকামে আবারও পেঁয়াজের লোডিং শুরু হয়েছে। তাই শনিবার থেকে হিলিসহ দেশের সবগুলো বন্দর দিয়ে দেশে পেঁয়াজ ঢুকছে। আর তাতে দেশের বাজারে পণ্যটির সরবরাহ আগের তুলনায় বেড়েছে। বাজারেও দাম কমতে শুরু করেছে।
তিনি আরও বলেন, ভারতের মোকামগুলোতে ইতিমধ্যেই নতুন নাসিক ও ইন্দোর জাতের শীতকালীন কাঁচা পেঁয়াজ উঠতে শুরু করেছে। নভেম্বরের শেষের দিকে এগুলো দেশে আসবে। সে সময় পেঁয়াজের দাম আরও কমে আসবে। মোটামুটি ৩০ টাকার নিচে চলে আসবে দাম।
হিলি স্থলবন্দরের ম্যানেজার অশিত স্যানাল বলেন, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে বেড়েছে। গত বৃহস্পতিবার যেখানে বন্দর দিয়ে ৯টি ট্রাকে ২০৯ টন পেঁয়াজ আমদানি হয়েছিল সেখানে গত শনিবার বন্দর দিয়ে ১৮টি ট্রাকে ৪৮৫ টন, রোববার ১৩ ট্রাকে ৩৪৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এটি গত কয়েক দিনের তুলনায় সর্বোচ্চ আমদানি।