সদর দক্ষিণ প্রতিনিধি
কুমিল্লার সাবেক সাংসদ অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ২৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে গতকাল রোববার। এ উপলক্ষে কোরআন খতম, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গতকাল সকাল ১০টায় লালমাই উপজেলার বাগমারা মহিলা কলেজ এলাকায় তাঁর কবরের পাশে কোরআন খতম ও আলোচনা সভা হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক উপস্থিত ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, সহসভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।
আবুল কালাম মজুমদার ১৯৯৪ সালের ৩১ অক্টোবর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান।