খাগড়াছড়ির পানছড়ি সরকারি কলেজে থেকে একমাত্র শিক্ষার্থী হিসেবে জিপিএ-৫ পেয়েছেন শারীরিক প্রতিবন্ধী দীপানন্দি। কিন্তু এত ভালো ফলাফল করেও সামর্থ্যের অভাবে উচ্চশিক্ষা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন তিনি। দীপানন্দি এর আগে প্রাথমিক সমাপনী, জেএসসি ও এসএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, দীপা নন্দির মা মানসিক ভারসাম্যহীন। খোঁজ খবর নেন না তাঁর বাবা। শৈশব থেকে দরিদ্র মামা মামীর সংসারে বড় হয়েছেন তিনি।
এসএসসি পাশের পর ভর্তি অনিশ্চয়তায় তাঁকে লেখাপড়ার সুযোগ করে দেন পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা। সফলতার সঙ্গে তাঁর উচ্চমাধ্যমিক শেষ হলেও বর্তমান তাঁর ভবিষ্যৎ নিয়ে অনেকটা অনিশ্চিত বলে জানান তার মামি চুমকি বিশ্বাস।
চুমকি বিশ্বাস জানান, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ানোর মতো সামর্থ্য নেই তাদের। এই মেধাবী শিক্ষার্থীর পাশে হৃদয়বার ব্যক্তির এগিয়ে অনুরোধ জাোন তিনি।
পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা জানান, দীপা নন্দী শারীরিক প্রতিবন্ধী হলেও অত্যন্ত পরিশ্রমী। যেন একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে তার জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।