নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজিল্যান্ড সফর এমনিতেই কঠিন। এবার সফরের শুরুতেই কঠিন পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ। কোয়ারেন্টিন, করোনা আর বৃষ্টির বাধায় পড়তে হয়েছে দলকে। পরীক্ষার আগেই কঠিন পরীক্ষায় বাংলাদেশ।
অধিনায়ক মুমিনুল হকসহ তিন ক্রিকেটারের বাড়তি কোয়ারেন্টিন শেষ হয়েছে গতকাল। আজ জিম শুরু করবেন তাঁরা। তবে দলের সঙ্গে অনুশীলন করতে আগামী মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে তাঁদের। বাংলাদেশ দলের জন্য স্বস্তির খবর, গতকাল কোভিড পরীক্ষায় প্রত্যেকেই নেগেটিভ হয়েছেন।
দলের বাকি খেলোয়াড়দের ফিটনেস অনুশীলন শুরু হয়েছে দুই দিন আগে থেকেই। কিন্তু বৃষ্টিবাধায় টানা দুই দিন অনুশীলন মাঠ থেকে ফিরে এসেছেন তাঁরা। ক্রাইস্টচার্চে গত বুধবার থেকে শুরু বৃষ্টির দাপট ছিল গতকালও—বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় জানিয়েছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সুজন। বলেছেন, ‘বিজয়ের ৫০ বছরে সবাইকে শুভেচ্ছা। আজ (বৃহস্পতিবার) কিছু ভালো খবর আছে এখানে। আজকের (গতকাল) রিপোর্টে আমরা প্রত্যেকে নেগেটিভ হয়েছি।’ বিসিবির এই পরিচালক আরও যোগ করেন, ‘আজও আমরা অনুশীলনে গিয়েছিলাম। কিন্তু বৃষ্টির কারণে অনুশীলন করতে পারিনি। এখন আমাদের জিম সেশন হবে। কাল (আজ) বাংলাদেশ দল নতুন টিম হোটেলে উঠবে। এখান থেকে বের হয়ে আমরা অন্য একটা হোটেলে আইসোলেশনে ঢুকব।’