হোম > ছাপা সংস্করণ

১৫ বছর পর একসঙ্গে রিয়াজ-মম

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে বিশেষ ভূমিকা ছিল বেতার বা রেডিওর। বিশেষ করে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের অনুষ্ঠান শুনে উজ্জীবিত হতেন বীর মুক্তিযোদ্ধাসহ সারা দেশের মানুষ। এবার সেই বেতার বা রেডিওর গুরুত্ব তুলে ধরে তৈরি হচ্ছে সিনেমা। নাম ‘রেডিও’। প্রায় ১৫ বছর পর এই সিনেমার মাধ্যমে একসঙ্গে অভিনয় করছেন রিয়াজ ও জাকিয়া বারী মম। ২০০৭ সালে তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন তাঁরা। এই দীর্ঘ সময়ে একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করলেও সিনেমা করা হয়নি তাঁদের। খবরটি নিশ্চিত করে সিনেমার পরিচালক অনন্য মামুন বলেন, ‘গতকাল অভিনয়শিল্পীদের সঙ্গে চুক্তি করেছি। এবার শুটিং শুরু করব।’

সিনেমায় রিয়াজ অভিনয় করবেন শিক্ষকের চরিত্রে। সিনেমাটি নিয়ে রিয়াজ বলেন, ‘ভালো সাবজেক্ট নিয়ে কাজ হচ্ছে। আশা করি, সঠিক চিত্রায়নের মাধ্যমে আমরা সবাই মিলে একটা ভালো সিনেমা উপহার দিতে পারব।’

মম বলেন, ‘সিনেমার গল্প ভালো। আইডিয়াটাও দারুণ! কাজটি করতে চাই। অনেক দিন পর রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজ হবে। নাটকে বেশ কয়েকটি কাজ হয়েছে তাঁর সঙ্গে। কিন্তু দারুচিনি দ্বীপ সিনেমার পর আর তাঁর সঙ্গে কাজ হয়নি আমার।’

সিনেমার নাম রেডিও কেন জানতে চাইলে অনন্য মামুন বলেন, ‘১৯৭১ সালের ১ মার্চ থেকে শুরু হয় সিনেমার গল্প। ৭ মার্চ ভাষণ দেন বঙ্গবন্ধু। রেডিওর মাধ্যমে সেই ভাষণ বাংলাদেশের আনাচেকানাচে ছড়িয়ে পড়েছিল। এই রেডিওর মাধ্যমেই স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের অনুষ্ঠান সবাইকে উজ্জীবিত করত। আমাদের স্বাধীনতার যুদ্ধকে ঘিরে অসংখ্য গল্প রয়েছে। কিছু বিষয় রয়েছে এখনো যা নিয়ে কাজ হয়নি। আমার এই বিষয়টিও তাই।’

সিনেমাতে সে সময়ের একটি রেডিও ব্যবহার করা হচ্ছে। রেডিওটি একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে সংগ্রহ করা। রেডিওটি সংগ্রহের অভিজ্ঞতা জানিয়ে অনন্য মামুন বলেন, ‘রেডিওটি একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে সংগ্রহ করেছি। যুদ্ধের সময় থেকে তিনি সযত্নে আগলে রেখেছেন রেডিওটি। আমার হাতে সেটি তুলে দেওয়ার সময় কেঁদে ফেলেছেন তিনি। আমি নিজেও আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম ওই সময়।’

পরিচালক জানান, ২৫ ফেব্রুয়ারি মানিকগঞ্জে শুটিং শুরু করবেন। প্রথম ধাপে আট দিন শুটিং হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন