চট্টগ্রামের সন্দ্বীপে উপজেলা শিক্ষা অফিস প্রাঙ্গণে মাতৃদুগ্ধ পান (ব্রেস্ট ফিডিং) কর্নারের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা চৌধুরী জেসি, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভা.) মোহাম্মদ মাইন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবু হেলাল চৌধুরী প্রমুখ।
চেয়ারম্যান শাহজাহান বলেন, বিভিন্ন এলাকা থেকে শিক্ষিকারা উপজেলা সদরে কাজে আসলে সঙ্গে ছোট বাচ্চা নিয়ে আসেন। তাদের সুবিধার্থে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন একটি ভালো উদ্যোগ।
মুছাপুর সেনেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আরিফুন্নেছা বলেন, ‘আমাদের বিভিন্ন কাজে শিক্ষা অফিসে আসতে হয়। বাচ্চাদের ফিডিং করাতে আগে অসুবিধা হতো। এখন থেকে আমরা নিরাপদে ও স্বাচ্ছন্দে বাচ্চাদের ফিডিং করাতে পারব।’