নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্কুল খুলে গেছে। তুমিও নিশ্চয় খুব ব্যস্ত পড়াশোনা নিয়ে। তবে সারা দিন পর একটু আনন্দ তো চাই। অবসরে একটি মজার খেলা খেলতে পারো। আর এর জন্য তোমাকে বাইরে যেতে হবে না। খুব বেশি পরিশ্রমও করতে হবে না। হাতের কাছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকলেই খেলাটি খেলা যাবে। খেলাটির নাম ‘ফ্রগ জাম্প-নিউ অ্যাডভেঞ্চার গেম’।
এ খেলায় ব্যাঙ লাফ দেবে। কোথায় লাফ দেবে জানো? সমতলে নয়; বরং এই অ্যাপে মাটি থেকে বেশ খানিকটা ওপরে টিলা ভাসমান অবস্থায় থাকে। এক টিলা থেকে লাফ দিয়ে আরেক টিলায় যেতে হবে একটি ব্যাঙকে। আর সবকিছু নিয়ন্ত্রণ করবে তুমি। তুমি এমনভাবে ট্যাপ করবে যেন ব্যাঙ এক টিলা থেকে আরেক টিলায় পৌঁছাতে পারে। লাফ দেওয়ার সময় তোমাকে মৌমাছি, ফড়িং বাধা দিতে আসবে। কিন্তু তাদের পেছনে ফেলে তোমাকে এগিয়ে যেতে হবে।
লাফ দিতে গিয়ে ব্যাঙ যদি নিচে পড়ে যায়, তাহলে সে মরে যাবে। তুমিও হেরে যাবে। আর যদি সব ধাপ সফলভাবে অতিক্রম করতে পারো, তাহলে জিতে যাবে।
‘ফ্রগ জাম্প-নিউ অ্যাডভেঞ্চার গেম’ অ্যাপটি অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে পেয়ে যাবে ফ্রিতে।