Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

তালায় সোনার বাংলা গড়ার শপথ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালায় সোনার বাংলা গড়ার শপথ

সাতক্ষীরার তালায় বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়ার শপথ নিয়েছেন উপজেলার সর্বস্তরের মানুষ। গত বৃহস্পতিবার বিকেলে তালা পুরাতন বি দে স্কুল মাঠে প্রধানমন্ত্রীর সঙ্গে কন্ঠ মিলিয়ে তাঁরা এই শপথ গ্রহণ করেন। এ সময় তাঁদের হাতে ছিল বাংলাদেশের লাল-সবুজ পতাকা।

প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশব্যাপী এই শপথ পাঠ করানোর সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) এসএম তারেক সুলতান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. হুমায়ুন কবীর, তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার মো. আলাউদ্দীন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেনসহ বিভিন্ন শেণি-পেশার মানুষ।

দিবসটি উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর প্রত্যুষে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিনটির সূচনা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনসহ উপজেলা পরিষদ, প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ডো কাউন্সিলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মাল্যদান করা হয়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ