করোনা মহামারির কারণে বন্ধ হয়ে যাওয়া কুড়িগ্রামের রাজীবপুরের বালিয়ামারী বর্ডার হাট খুলে দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় ভারত-বাংলাদেশ সীমান্তের বালিয়ামারী বর্ডার হাটটি খুলে দেওয়া হয়। হাটে দুই দেশের ক্রেতা-বিক্রেতারা উপস্থিত হন।
হাটে দুই দেশের ক্রেতা-বিক্রেতারা আসা ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে আগের নিয়মে সপ্তাহে দুই দিন (সোম ও বুধবার) বসবে এ হাট।
বর্ডার হাট ব্যবসায়ী সমিতির সভাপতি সুরুজ্জামান বলেন, ‘বৈশ্বিক করোনা মহামারির কারণে বর্ডার হাটটি বন্ধ হয়ে যাওয়ায় আমরা বেকার হয়ে পড়েছিলাম।
এতে অভাব-অনটনে দিনাতিপাত করতে হয়েছে আমাদের। হাটটি পুনরায় খুলে দেওয়ায় দুই দেশের ক্রেতা-বিক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং আমরা অনেক আনন্দিত।’
বর্ডার হাট ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত চক্রবর্তী বলেন, করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরে বালিয়ামারী বর্ডার হাটটি বন্ধ ছিল।