আজকের পত্রিকাকে ডেস্ক
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সেন্টার ফর এনার্জি রিসার্চের উদ্ভাবিত ‘স্মার্ট সোলার ইরিগেশন সিস্টেম’ গবেষণা প্রকল্পটি ‘ওয়ার্ল্ড সোসাইটি অব সাসটেইনেবল এনার্জি টেকনোলজিস’-এর ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২২ অর্জন করেছে। গবেষণা প্রকল্পের দলনেতা ও প্রধান গবেষক এবং ইউআইইউর সেন্টার ফর এনার্জি রিসার্চের পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী ১৭ আগস্ট তুরস্কের ইস্তানবুলে অ্যাওয়ার্ড গ্রহণ করেন। সেন্সরভিত্তিক স্মার্ট সৌর সেচব্যবস্থা উদ্ভাবনের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।
স্মার্ট সোলার ইরিগেশন সিস্টেম হলো সৌরশক্তির ওপর ভিত্তি করে একটি স্মার্ট, স্বয়ংক্রিয় পানি সেচব্যবস্থা। এই সিস্টেমে রয়েছে স্মার্ট সেন্সর, যেমন মাটির আর্দ্রতা, পানির স্তর, পিএইচ সেন্সর ইত্যাদি। দিকনির্দেশক যোগাযোগব্যবস্থা, আইওটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থাসংবলিত উদ্ভাবিত সিস্টেমটিতে মোবাইল বা ওয়েবভিত্তিক প্রি-পেমেন্ট ব্যবস্থা যুক্ত রয়েছে। বিজ্ঞপ্তি