ব্রাহ্মণপাড়ায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত বাংলামতি ধান-৫০-এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর দক্ষিণপাড়া ব্লকে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
মাঠ দিবসে দুলালপুর গ্রামের কৃষক আনোয়ারুল ইসলামের জমিতে উৎপাদিত বাংলামতি ধান-৫০ কেটে পরিমাপ করে জানানো হয় প্রতি হেক্টরে এ জাতের ধানে সাত টন ফলন হয়েছে।
মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুবুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোসা. নাঈমা হক আঁখি।
এতে স্থানীয় কৃষক আনোয়ারুল ইসলাম, শানু মিয়া, রফিকুল ইসলাম, আক্তার হোসেন, হোসেন মিয়া, এনামুল হকসহ এলাকার কৃষক-কিষানিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা এই ধানের চাষ পদ্ধতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।