হোম > ছাপা সংস্করণ

হাজার লোকের ভিড়ে চলছে কিল হিম সিনেমার শুটিং

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘কিল হিম’ সিনেমা দিয়েই নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে প্রথম অন্যের প্রযোজনায় চুক্তিবদ্ধ হন অনন্ত জলিল। গত ৩ সেপ্টেম্বর বিএফডিসিতে জমকালো মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘কিল হিম’ সিনেমার ঘোষণা দেন নির্মাতা মোহাম্মদ ইকবাল। এই সিনেমায়ও অনন্ত জলিলের বিপরীতে থাকছেন তাঁর স্ত্রী চিত্রনায়িকা বর্ষা।

সম্প্রতি বগুড়ায় শুরু হয়েছে ‘কিল হিম’-এর শুটিং। এতে অংশ নিয়েছেন অনন্ত জলিল ও বর্ষা। সেখান থেকে সিনেমায় নিজেদের লুক প্রকাশ করেছেন দুজনেই। এই সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে বর্ষার মন্তব্য পাওয়া না গেলেও অনন্ত জলিল জানান, ‘কখনো কিলার, কখনো ড্রাইভারসহ নানা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আমাকে। এই সিনেমার জন্য বডি বিল্ডিং থেকে শুরু করে মার্শাল আর্ট প্র্যাকটিস করছি। দর্শক ভিন্ন লুকে দেখতে পাবেন আমাকে।’

বগুড়ায় ‘কিল হিম’ সিনেমার শুটিংয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রতিদিন শুটিং দেখতে হাজারের বেশি মানুষ জড়ো হচ্ছে। ঠিক কত দিন প্রথম লটের শুটিং চলবে তা নির্দিষ্ট করে বলতে পারেননি নির্মাতা।

প্রথমবার অন্য প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অভিনয়ের জন্য অনন্ত জলিল ৪০ লাখ ও বর্ষা ১০ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে। অনন্ত-বর্ষা বাদেও অ্যাকশন ঘরানার সিনেমাটিতে অভিনয় করছেন চিত্রনায়ক রুবেলসহ অনেকে। জানা গেছে দ্বিতীয় লটের শুটিংয়ে কলকাতার একজন অভিনেত্রীও যোগ দেবেন। সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করছেন মোহাম্মদ ইকবাল।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন