হোম > ছাপা সংস্করণ

স্বনির্ভর নারীর চরিত্রে দীঘি

বিনোদন ডেস্ক

২০২১ সালে দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হয় প্রার্থনা ফারদিন দীঘির। প্রথম সিনেমায় দর্শকের প্রত্যাশা পূরণে ব্যর্থ হন শিশুশিল্পী হিসেবে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া দীঘি। এরপর মিউজিক ভিডিও, স্টেজ পারফরম্যান্স ও ওটিটিতে দেখা গেলেও নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি তাঁর। সিনেমায় আবার সরব হচ্ছেন দীঘি। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন কামরুল হাসান ফুয়াদের ‘দেয়াল’ সিনেমায়। এ সিনেমায় দীঘির বিপরীতে কে থাকছেন তা জানা না গেলেও রয়েছেন বেশ কয়েকজন তারকা অভিনয়শিল্পী। নির্মাতা জানান, ইতিমধ্যে মামুনুর রশীদ, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, আরফান আহমেদ, সাবেরী আলমের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। পারিবারিক গল্প হলেও সিনেমাটি নির্মিত হবে পুরোপুরি বাণিজ্যিক ধারায়। নির্মাতা কামরুল হাসান ফুয়াদ বলেন, ‘একজন স্বনির্ভর নারীর চরিত্রে দেখা যাবে দীঘিকে। যে নারী একাই তার পরিবারকে টেনে নিয়ে যায়। সেই জার্নিটাই ফুটে উঠবে সিনেমায়। প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। তাই শক্তিশালী অভিনেতাদের নেওয়ার চেষ্টা করেছি। কাস্টিং ও গানে আরও চমক আছে। ধাপে ধাপে তা জানানো হবে।’

আগামী ১ অক্টোবর থেকে ঢাকায় শুরু হবে সিনেমার শুটিং। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। একটানা শুটিং শেষ করে চলতি বছরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান নির্মাতা। মীর শহীদ ফিল্মস প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে দেয়াল সিনেমার গল্প ও সংলাপ লিখেছেন রাজিবুল ইসলাম রাজিব।

এদিকে গত শনিবার দীঘি শেষ করেছেন ‘জীবন জুয়া’ নামের অ্যান্থোলজি ফিল্মের শুটিং। দীঘি যে গল্পে অভিনয় করেছেন তার নাম ‘প্রিয় প্রাক্তন’। ইফতেখার আহমেদের পরিচালনায় এতে দীঘির বিপরীতে রয়েছেন সুদিপ বিশ্বাস। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে দীঘির ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমাটি। এতে দীঘির বিপরীতে রয়েছেন গাজী আবদুন নূর। সরকারি অনুদানের এ সিনেমাটি নির্মাণ করেছেন আব্দুস সামাদ খোকন। গত মাসে কলকাতায় পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন