সব ধরনের মুদ্রণ কার্ডে প্লাস্টিক ও পলিথিনের লেমিনেটিং ব্যবহারের নিষেধ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন মো. শাহগীর আলম। পরিবেশের জন্য ক্ষতিকর এ সব লেমিনেটিং ব্যবহার করলে প্রেসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হবে বলে জানান তিনি।
গত বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সদস্যরা তাঁর সঙ্গে সাক্ষাতের সময় মো. শাহগীর আলম এসব কথা বলেন। এ সময় তিনি সমিতির সদস্যদের সঙ্গে ভিজিটিং কার্ড, সরকারি-বেসরকারি ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের কার্ডের প্লাস্টিকের লেমিনেটিং দেওয়া নিয়ে কথা বলেন। এ ছাড়া নির্বাচনী প্রচারণার বিভিন্ন পোস্টারেও পলিথিনের ব্যবহারে নিষেধ করেন জেলা প্রশাসক।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মুদ্রণ শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, ‘এর আগেও পরিবেশ অধিদপ্তর থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু সেটা এমন জোরালো ছিল না। জেলা প্রশাসক আমাদের যে নির্দেশনা দিয়েছেন, তা বাস্তবায়নে আমরা সচেষ্ট থাকব। তবে গ্রাহকদেরও এই বিষয়ে সহযোগিতা করতে হবে।’
জেলা প্রশাসক মো. শাহগীর আলম আজকের পত্রিকাকে বলেন, মুদ্রিত সব প্রকার কার্ড মানুষ দীর্ঘদিন সংরক্ষণ করে রাখেন না। এসব মুদ্রিত কার্ড দ্রুত ফেলে দেন। তাই প্লাস্টিকের লেমিনেটিং ব্যবহারের বিষয়ে প্রেস মালিক সমিতিকে নিষেধ করা হয়েছে। এমনটি করলে জরিমানার আওতায় আনা হবে। এ ছাড়া এখন থেকে জেলা প্রশাসনের দাওয়াতের কার্ডে প্লাস্টিকের লেমিনেটিং থাকবে না।