নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ক্যাসিনো ডন হিসেবে পরিচিত সেলিম প্রধান। কিন্তু গতকাল মঙ্গলবার যাচাই-বাছাই শেষে দুদকের মামলা, বন্যপ্রাণী আইনে সাজাপ্রাপ্ত এবং ঋণখেলাপি থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।
দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা সাকিব আল রাব্বি এই ঘোষণা দেন। তবে প্রার্থিতা ফিরে পেতে আপিল করবেন বলে জানিয়েছেন সেলিম প্রধানের আইনজীবী কামাল হোসেন।
দ্বিতীয় ধাপের নির্বাচনে সোনারগাঁ, আড়াইহাজার এবং রূপগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। রূপগঞ্জ উপজেলায় বৈধ প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি গোলাম মর্তুজা পাপ্পা, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির তমাল ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া।