হোম > ছাপা সংস্করণ

অভিষেকের অপেক্ষায় দুই খানপুত্র

বিনোদন ডেস্ক

পর্দার সামনে কিংবা পেছনে, প্রতিবছর বলিউডে আগমন ঘটে স্টারকিডদের। এ নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও হয় কম আর বেশি। এবার পর্দায় অভিষেকের প্রহর গুনছেন দুই খানপুত্র। একজন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, অন্যজন সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খান। ইব্রাহিমের অভিষেক পর্দার সামনে হলেও আরিয়ানের অভিষেক হচ্ছে পর্দার পেছনের কারিগর হিসেবে।

আরিয়ান বরাবরই পরিচালনার কাজেই মন দিতে চেয়েছিলেন। এবার তাঁর স্বপ্নপূরণের পালা। কোনো সিনেমা নয়, ওয়েব সিরিজ দিয়েই নির্মাতা হিসেবে পর্দায় যাত্রা শুরু করছেন আরিয়ান। ‘স্টারডম’ নামের ওয়েব সিরিজে উঠে আসবে ফিল্ম ইন্ডাস্ট্রির নেপথ্যের গল্প। সিরিজের চিত্রনাট্যও লিখেছেন আরিয়ান। চমক রয়েছে আরও। সিরিজটিতে দেখা যাবে শাহরুখ খান ও রণবীর সিংকে। ছয় পর্বে ভাগ করা থাকবে এই সিরিজ। জানা গেছে, পুরো সিরিজে নয়, শাহরুখ ও রণবীরকে দেখা যাবে দুটি ভিন্ন ভিন্ন পর্বে, ছোট ছোট চরিত্রে। তবে দুজনেই খুব উৎসাহী জুনিয়র খানের নির্দেশনায় কাজ করার ব্যাপারে। শিগগিরই শুটিং শুরু হবে সিরিজটির।

অন্যদিকে, মা-বাবা ও বোনের পথ ধরে অভিনয় দিয়েই বলিউডে আগমন ঘটছে ইব্রাহিম আলী খানের। ইতিমধ্যে নিজের প্রথম সিনেমার শুটিং শেষ করেছেন ইব্রাহিম। এমনটাই জানিয়েছেন তাঁর বোন সারা আলী খান। কোনো রোমান্টিক ঘরানার গল্প নয়, একেবারেই বাস্তবধর্মী গল্পের সিনেমা দিয়েই অভিনেতা হিসেবে জার্নি শুরু করছেন সাইফপুত্র। ‘সরেজমিন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন বলিউড অভিনেতা বোমান ইরানির পুত্র কায়োজে ইরানি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মালয়ালম সিনেমা ‘হৃদয়ম’-এর আদলে সেনাবাহিনীকে কেন্দ্র করে চিত্রনাট্য তৈরি করা হয়েছে সিনেমাটির। এতে আরও অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কাজল এবং দক্ষিণি অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন। তবে সিনেমায় ইব্রাহিমের চরিত্রের ধরন কিংবা তাঁর বিপরীতে কে অভিনয় করছেন, এসব কিছুই প্রকাশ করা হয়নি। সিনেমাটি নির্মাণ করেছে ধর্ম প্রোডাকশন। শিগগিরই সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা ও প্রচারণা শুরু করবে প্রযোজনা প্রতিষ্ঠান।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন