Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

নতুন আইফোনে যা আছে

আজকের পত্রিকা ডেস্ক

নতুন আইফোনে  যা আছে

প্রতিবছর বিশ্বের আইফোনপ্রেমীরা এ দিনটার জন্য বসে থাকেন। কখন নতুন ফোন উন্মোচন করবে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ভার্চুয়াল এক ইভেন্টের মাধ্যমে গত মঙ্গলবার নতুন ফোন উন্মোচন করে আইফোনপ্রেমীদের আগ্রহ পূরণ করল প্রতিষ্ঠানটি। তবে এবার বড় কোনো চমক রাখা হয়নি। তবু অ্যাপল মানেই নতুন কিছু। তাই ফিচার নিয়ে আগ্রহটা একটু বেশিই।

উন্মোচিত হলো আইফোন ১৩ সিরিজের চারটি ফোন। আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স। এবার উন্নত ক্যামেরা, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং দ্রুত প্রসেসিংয়ের দিকে বেশি নজর দিয়েছে অ্যাপল। তবে স্টোরেজ সিস্টেম এবং ভিডিওতেও নতুন কিছু ফিচার যুক্ত করা হয়েছে। আইফোন ১৩ সিরিজের এই চারটি ফোনে যা আছে নিচে তা তুলে ধরা হলো।

আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ প্রো ম্যাক্স

ক্যামেরার সেটাপকে নতুন করে সাজানো হয়েছে। পাওয়া যাবে ট্রিপল ক্যামেরার সুবিধা। সেন্সর এবং ওয়াইড অ্যাপার্চার আগের ফোনগুলোর চেয়ে বড়। এতে করে কম আলোতে ছবি তোলার সময় বাড়তি সুবিধা পাওয়া যাবে। টেলিফটো লেন্স ব্যবহার করে তিন গুণ জুম করা যাবে। ফলে ৬ গুণ অপটিক্যাল জুমের সুবিধা থাকছে।

নাইট মোড সাপোর্ট করবে। এ ছাড়াও ২ সেন্টিমিটার পর্যন্ত কাছে গিয়ে ম্যাক্রো ফটোগ্রাফি করার ফিচার যুক্ত হয়েছে। ফটোগ্রাফিক স্টাইলস নামের ফিচারের ফলে ক্যামেরা ফিল্টারের মতো ভিডিওতে একটি আলাদা লেয়ার যুক্ত থাকবে।

সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের গ্রাফিকস এমনভাবে সাজানো হয়েছে, যাতে আগের চেয়ে ৫০ শতাংশ বেশি সুবিধা পাওয়া যাবে। ভিডিও গেমে আসবে নতুন অভিজ্ঞতা। সারা দিন ব্যাটারি ব্যাকআপ তো থাকছেই। স্টোরেজও আগের চেয়ে বাড়ানো হয়েছে। ৯ দশমিক ১ ইঞ্চির আইফোন ১৩ প্রোর দাম শুরু হয়েছে ৯৯৯ ডলার থেকে। আর আইফোন ১৩ প্রো ম্যাক্সের (১ টিবি) দাম পড়বে অন্তত ১ হাজার ৯৯ ডলার। পাওয়া যাবে গ্রাফাইট, সিলভার ও হালকা ব্লু রঙে।

আইফোন ১৩ ও আইফোন ১৩ মিনি

আইফোন ১২ মিনির চেয়ে আইফোন ১৩ মিনির ব্যাটারি দেড় ঘণ্টা বেশি টিকবে। ব্যাটারির আয়ু বেড়েছে আড়াই ঘণ্টা। বড় পরিবর্তনটা এসেছে ক্যামেরাতেই। গত বছর কেবল আইফোন ১২ প্রো ম্যাক্সে যে ধরনের ক্যামেরা যোগ করা হয়েছিল, এবার সব কটি মডেলেই তেমন বড় সেন্সরের ক্যামেরা পাওয়া যাবে। আইফোন ১৩ ও আইফোন ১৩ মিনির পেছনে থাকছে ১২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা।

ক্যামেরা সেন্সর গত বছরের চেয়ে ৪৭ ভাগ বেশি বড়। থাকছে সেন্সর-শিফট স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি। এতে করে নড়াচড়া করার সময় ছবি বা ভিডিওতে ভাইব্রেশন কমবে। ভিডিওর জন্য ‘সিনেমাটিক মোড’ যুক্ত করেছে অ্যাপল। ফোকাস স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হবে। এ ছাড়া কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর ওপর ট্যাপ করে ফোকাস লক বা পরিবর্তন করার অপশনও রয়েছে।

৬ দশমিক ১ ইঞ্চির আইফোন ১৩ ও ৫ দশমিক ৪ ইঞ্চির আইফোন ১৩ মিনির দাম শুরু হয়েছে যথাক্রমে ৮২৯ ও ৭২৯ ডলার থেকে (১২৮ জিবি)। ২৪ সেপ্টেম্বর বাজারে আসছে সবগুলো ফোন। নতুন ফোনের ঘোষণার সঙ্গে সঙ্গে দুটি আইপ্যাড মিনি এবং অ্যাপল ওয়াচ সিরিজ ৭-এর ঘোষণা দিয়েছে অ্যাপল।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ