হোম > ছাপা সংস্করণ

প্রতি মাসে পুলকের নতুন গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

নতুন গান গাইলেন পুলক অধিকারী। বানালেন সেই গানের মিউজিক ভিডিও। ৯ জানুয়ারি ভিডিওসমেত গানটি প্রকাশ করবেন পুলক অধিকারী নামের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। গানের শিরোনাম ‘ডুবেছি প্রেমে’।

গত বছর নিজের গাওয়া ১০০ গানের একটি প্রজেক্ট ঘোষণা করেছিলেন কণ্ঠশিল্পী পুলক অধিকারী। ২০২৬ সালের মধ্যে প্রকাশ করবেন এই ১০০টি গান। চলতি বছরে প্রতি মাসে অন্তত একটি গান প্রকাশ করবেন এ শিল্পী। এসব গানের বেশির ভাগই হবে তাঁর নিজের লেখা, সুর করা ও গাওয়া। কিছু গান থাকবে অন্যের লেখা ও সুরে। ডুবেছি প্রেমে তেমনই একটি গান। এটি লিখেছেন রাকিব হাসান রাহুল, সুর করেছেন আহমেদ চপল। ভিডিওতে পুলকের সঙ্গে মডেল হয়েছেন সুমাইয়া নুসরাত। মিউজিক ভিডিওর সিনেমাটোগ্রাফি ও নির্দেশনা দিয়েছেন শুভব্রত সরকার।

পুলক জানিয়েছেন ৫ মিনিট দৈর্ঘ্যের গানটির ভিডিও শুটিং হয়েছে মেট্রোরেলসহ ঢাকার বিভিন্ন লোকেশনে। স্যাড রোমান্টিক ধাঁচের গানটির রেকর্ডিং হয়েছিল মোহাম্মদপুরের একটি স্টুডিওতে। সেখানেই হয়েছে গানের ভিডিওর পরিকল্পনা।

এ বিষয়ে পুলক বলেন, ‘এ বছর প্রতি মাসে একটি করে নতুন গান প্রকাশ করতে চাই আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সেই পরিকল্পনা অনুযায়ী বছরের প্রথম গান হতে যাচ্ছে ডুবেছি প্রেমে। যদিও বেশির ভাগ গান আমার লেখা ও সুর করা হবে। তাই ভিন্নতা আনার জন্য অন্যের লেখা ও সুর করা কিছু গান থাকবে। ডুবেছি প্রেমে গানটির কথা, সুর ও ভিডিও মিলিয়ে দর্শক-শ্রোতাদের জন্য বেশ উপভোগ্য হবে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন