খুলনা প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেক্ট্রিকাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক ও লালনশাহ হলের প্রভোস্ট সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় বহিষ্কৃত ৯ জনসহ ৪৪ ছাত্রকে কারণ দর্শাতে বলেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশৃঙ্খলা কমিটি। গত বুধবার রাতে মেইলে এবং গতকাল ডাকযোগে তাঁদের ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়। আগামী ৩ জানুয়ারির মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার মুখপাত্র রবিউল ইসলাম সোহাগ এ তথ্য স্বীকার করেছেন।
শিক্ষক সেলিম হোসেনের মৃত্যুর ঘটনা তদন্তে ৩ ডিসেম্বর গঠিত কমিটি মঙ্গলবার উপাচার্যের কাছে প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনে কিছু ছাত্র শৃঙ্খলা ভঙ্গ করেছে বলে উল্লেখ করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। সেই সুপারিশের পরিপ্রেক্ষিতে তাদের কারণ দর্শাতে বলা হয়েছে।