বাগমারা প্রতিনিধি
আওয়ামী লীগের বাগমারা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন আসাদুজ্জামান আসাদ। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এই ঘোষণা দেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল নরদাশ ইউনিয়নে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। ফলে উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আসাদুজ্জামান আসাদকে দায়িত্ব দেওয়া হলো।