এবারের দলবদলের বাজারে বেশ নাটক হয়েছে এনজো ফার্নান্দেজকে নিয়ে। তবে গতকাল শেষ দিনে বড় চমক দিয়েই শীতকালীন দলবদল শেষ হলো। প্রিমিয়ার লিগে রেকর্ড বাংলাদেশি মুদ্রায় ১৪০০ কোটি টাকায় চেলসিতে যোগ দিয়েছেন কাতার বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়।
চেলসিতে যোগ দেবেন ফার্নান্দেজ এমন গুঞ্জন বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল। তবে মাঝে বেনফিকার সঙ্গে চেলসির দরদামে বনিবনা না হওয়ায় কথাবার্তা বন্ধ হয়েছিল বলে জানিয়েছিল আর্জেন্টাইন মিডফিল্ডারের সদ্য সাবেক হওয়া গুরু রজার শ্মিট।
কিন্তু দলবদলের শেষ দিকে এসে ফার্নান্দেজকে কিনতে আবারো নতুন প্রস্তাব দেয় চেলসি। নতুন প্রস্তাবের ভিত্তিতেই শেষ দিনে এসে তরুণ মিডফিল্ডারকে দলে ভেড়ায় ব্লুজরা। সাড়ে আট বছরের চুক্তিতে আর্জেন্টাইন মিডফিল্ডারকে কিনতে ইংলিশ ফুটবলে রেকর্ড গড়েছে চেলসি।
মধ্যবর্তী দলবদলে গতকাল রেকর্ড ১৪০০ কোটি টাকায় ফার্নান্দেজকে কিনেছে চেলসি। যা ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের একজন ফুটবলারকে কিনতে সর্বোচ্চ ব্যয়। এর আগের রেকর্ডটি ছিল ম্যানচেস্টার সিটির। অ্যাস্টন ভিলা থেকে ১০৬৪ কোটি টাকায় জ্যাক গ্রিলিশকে কিনেছিল ডিফেন্ডিং লিগ চ্যাম্পিয়নরা।
প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রেকর্ড গড়লেও বিশ্বের দলবদলের তালিকায় ষষ্ঠ স্থানে ফার্নান্দেজ। ২৫৭০ কোটি টাকায় শীর্ষে আছেন নেইমার। ২০১৭-১৮ মৌসুমে বার্সেলোনা থেকে দলবদলের সর্বোচ্চ রেকর্ড গড়ে ব্রাজিলিয়ান তারকাকে দলে ভিড়িয়েছে পিএসজি। বিশ্ব ফুটবলের ইতিহাসে এখন তিনিই সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া মিডফিল্ডার। সঙ্গে আর্জেন্টাইন ফুটবলারদের ইতিহাসেও সর্বোচ্চ।