মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
হঠাৎ করে মেঘ, বৃষ্টি, কুয়াশা ও বাতাসে শীত জেঁকে বসায় ভোগান্তিতে পড়েছে বাগেরহাটের মোংলার শ্রমজীবীরা। গতকাল সোমবার সূর্যের দেখা মেলেনি। মেঘে ঢাকা আকাশের পাশাপাশি রয়েছে ঘন কুয়াশা। গত রোববার থেকেই এ এলাকায় থেমে থেমে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।
মোংলা পৌর শহরের মাদ্রাসা রোডের বাসিন্দা মো. আতাউর রহমান বলেন, রোববার থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। সূর্যের দেখা নেই। বৃষ্টি ও কুয়াশায় শীতও খুব বেশি। তাই তাঁদের স্বাভাবিক কাজ-কর্ম ব্যাহত হচ্ছে।
মেঘলা আকাশ, ঘন কুয়াশা ও বৃষ্টিতে শীতের প্রকোপ বাড়ায় বিপাকে পড়েছেন দিনমজুরেরা। স্বেচ্ছাসেবী সংগঠন প্রাণের বার্তার সাধারণ সম্পাদক মো. কবির হাসান বলেন, মাঘ মাসেও বৃষ্টি হচ্ছে। এতে শীত অনেক বেড়েছে। ফলে দরিদ্র মানুষের কষ্ট বেড়েছে। তাদের কাজ নেই বললেই চলে। রাস্তাঘাটে লোকজনও কম।
কয়েক দিনের এমন আবহাওয়া চরম বিপাকে পড়েছে নৌপথে চলাচলকারী মানুষেরা। কুয়াশায় দিনেও নদীতে কিছু দেখা যায় না। নদী ও সড়ক পথে যান চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
নৌযান চালক (কার্গো সুকানি) সোহরাব হোসেন বলেন, কুয়াশায় রাতে নদীতে কিছুই দেখা যাচ্ছে না। তা ছাড়া দিনেও প্রায় একই অবস্থা। তাই তাঁরা পশুর নদীতে নোঙর করে আছেন। দুর্ঘটনার আশঙ্কা থাকায় জাহাজ চালানো যাচ্ছে না।
এদিকে গত কয়েক দিনের শীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত রোগীদের সংখ্যাও বেড়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা জীবিতেষ বিশ্বাস বলেন, দুই দিন ধরে ঠান্ডাজনিত রোগীদের সংখ্যা বেড়েছে। এ সব রোগীদের মধ্যে শিশু ও বয়স্করাই বেশি।