নীলফামারী পৌরসভার নবনির্বাচিত মেয়র দেওয়ান কামাল আহমেদসহ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব মিঞা তাঁর কার্যালয়ে তাঁদের শপথ বাক্য পাঠ করান। শেষে দুপুরে নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন পৌরসভার নবম এ পরিষদ।
এর আগে তাঁরা নীলফামারী পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় মেয়র দেওয়ান কামাল আহমেদ ভেদাভেদ ভুলে সংকীর্ণতা পরিহার করে জনসেবা এবং উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মশিউর রহমান, নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারী প্রকৌশলী হামিদুর রহমান। প্রসঙ্গত, নীলফামারী পৌরসভায় টানা ষষ্ঠ মেয়াদে মেয়র নির্বাচিত হন দেওয়ান কামাল আহমেদ। নৌকা প্রতীকে এবারই প্রথম অংশ নেন তিনি।