হোম > ছাপা সংস্করণ

তিন মাসে ৪৪ ধর্ষণসহ ৯৪ নারী, শিশু নির্যাতন

কুমিল্লা প্রতিনিধি

তিন মাসে কুমিল্লায় নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ৯৪টি। আগস্ট মাসে মামলা ছিল ২৪টি, সেপ্টেম্বরে ৪২টি ও অক্টোবরে ২৮টি। এর মধ্যে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে ৪৪টি। এ ছাড়া গেল তিন মাসে খুন হয়েছে ২০টি। তবে সেপ্টেম্বর মাসের চেয়ে অক্টোবর মাসে কমেছে খুন, ধর্ষণ, ডাকাতি, নারী ও শিশু নির্যাতনসহ অন্যান্য অপরাধ। গত রোববার জেলার আইনশৃঙ্খলাবিষয়ক কমিটির সভায় এসব তথ্য জানা যায়।

জেলা প্রশাসনের তথ্যে জানা গেছে, ১২ নভেম্বর পর্যন্ত গত এক মাসে জেলায় ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে ১৩টি, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ১৫টি, খুন হয়েছে ছয়টি, অপহরণের মামলা একটি, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে দুটি, ১১টি চোরাচালান, ২৭টি চুরিসহ ৪০৮টি অপরাধ সংগঠিত হয়েছে।

এর আগের মাসে ধর্ষণের মামলা ছিল ১৮টি, নারী ও শিশু নির্যাতনের মামলা ছিল ২৪টি, খুন ছিল ছয়টি, অপহরণ তিনটি, ডাকাতির ঘটনা চারটি, ১৫টি চোরাচালান মামলা, ২৪টি চুরিসহ মোট ৪৪৬টি অপরাধ সংগঠিত হয়েছিল।

এদিকে রোববার জেলার আইনশৃঙ্খলাবিষয়ক কমিটির সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা হয়। সভায় এসব অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জানানো হয়, এক মাসে ১৭৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৩৮০টি মামলা করা হয়। এ সময় ১১ লাখ ৪৫ হাজার ৪৪০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এক মাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে মামলা করা হয়। এ সময় টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর আগের মাস সেপ্টেম্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছিল ১৫৮টি। মামলা ছিল ৩৩১টি এবং ১৫ লাখ ৫৬ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন