বিনোদন প্রতিবেদক
ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন অপূর্ব। যাওয়ার আগে যে নাটকগুলোতে অভিনয় করেছিলেন, সেগুলোই প্রচারিত হবে ভালোবাসা দিবসে। ‘স্পাই লাভ’ তেমনই একটি নাটক। রুবেল হাসান নির্মিত এই নাটকে অপূর্বকে দেখা যাবে বাড়ির কেয়ারটেকারের চরিত্রে। মোটা গোঁফ, গায়ে ইউনিফর্ম—এমন গেটআপে আগে দেখা যায়নি তাঁকে। ‘স্পাই লাভ’-এ অপূর্বর নায়িকা সাবিলা নূর। একটি বিশেষ উদ্দেশ্যে সাবিলার বাসায় কেয়ারটেকারের কাজ নেন তিনি। মেজবাহ উদ্দীন সুমনের গল্পে নির্মিত নাটকটি প্রচারিত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।