হোম > ছাপা সংস্করণ

স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

সিলেট প্রতিনিধি

তেল-গ্যাসসহ নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল। গতকাল বুধবার বিকেলে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ শেষে সমাবেশ করেন নেতা-কর্মীরা।

সমাবেশ শুরুর আগে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্তর্ভুক্ত বিভিন্ন ইউনিটের নেতা–কর্মীরা মিছিল সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পৌঁছান। কিছু নেতা–কর্মী খালেদা জিয়ার মুক্তি চাই লেখা সংবলিত কাফনের কাপড় পরে মিছিলে অংশ নেন।

মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেলের সভাপতিত্বে এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আজিজুল হোসেন আজিজ ও জেলা কমিটির সদস্যসচিব দেওয়ান জাকির হোসেন খানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ড. শরিফুল ইসলাম দুলু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফরহাদ চৌধুরী শামীম। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার দিন দিন দ্রব্যমূল্যের জাঁতাকলে ফেলে নির্যাতন করে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণ পেতে হলে বিএনপির নেতৃত্বে আন্দোলন করে এ সরকারকে গদি থেকে নামাতে হবে। এ সরকারের পতন হলেই দেশে শান্তি ও গণতন্ত্র ফিরে আসবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন