Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

হারনাজ সান্ধুর রূপ রুটিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হারনাজ সান্ধুর রূপ রুটিন

২০২১ সালে মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন ভারতের পাঞ্জাবের চণ্ডীগড়ের মেয়ে হারনাজ সান্ধু। ২১ বছর বয়সী এ তরুণী রূপচর্চায় অনেক পণ্য ব্যবহার করেন না। তবে ত্বকের যত্নের ব্যাপারে বেশ সচেতন তিনি। ভাবেন ত্বকের স্বাস্থ্যের বিষয়েও।

ক্লিনজিং মিল্ক

ত্বকচর্চার প্রথম ও প্রধান ধাপ হিসেবে ক্লিনজিং মিল্ককে গুরুত্ব দেন হারনাজ। তিনি বলেন, ‘আমি মনে করি ফিনিশিং মিল্ক দিয়ে মুখ পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ। এর ব্যবহার ছাড়া বাইরে যাওয়ার কথা ভাবতে পারি না।’ ক্লিনজিং মিল্ক শুষ্ক, রুক্ষ ও সেনসিটিভ ত্বককে আর্দ্র রাখতে সহায়তা করে।

টোনার

দ্বিতীয় ধাপে হারনাজ সান্ধু ত্বকে টোনার ব্যবহার করেন। তিনি মনে করেন, টোনার আলতো চেপে মুখে লাগানো উচিত। কখনো ঘষা উচিত নয়। টোনার ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বককে সতেজ ও কোমল রাখে।

ময়েশ্চারাইজার

ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করেন মিস ইউনিভার্সের খেতাবজয়ী হারনাজ। রোজ ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করলে ত্বকের রুক্ষতা দূর হয়। সেই সঙ্গে অতিরিক্ত তেলও বিদায় নেয়। অতিরিক্ত তেল ও রুক্ষতা থেকে ত্বকে ব্রণ ও পিম্পল হয়।

এসপিএফ সানস্ক্রিন লোশন

নিয়মিত এসপিএফযুক্ত সানস্ক্রিন লোশন ব্যবহার করেন তিনি। তিনি বলেন, ‘সানস্ক্রিন লোশন সূর্যের ক্ষতিকর রশ্মি ও দূষণ থেকে ত্বককে সুরক্ষিত রাখে।’

সূত্র: টাইমস নাও নিউজ ডট কম

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ