Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে চার টাকা

হিলি স্থলবন্দর প্রতিনিধি

হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে চার টাকা

হঠাৎ বৃষ্টিতে দিনাজপুরের হিলিতে আমদানি করা পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। মাত্র দুই দিনের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে ৪ টাকা। একইভাবে বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩ টাকা। এদিকে আবারও পণ্যটির দাম বাড়ায় বিপাকে পড়েছেন বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারেরা।

সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হয় ১৮-১৯ টাকা। সেই একই পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ২২-২৩ টাকায়। এ ছাড়া নাসিক জাতের পেঁয়াজ ৩৫-২৬ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৩৮-৩৯ টাকা হয়েছে। দেশি পেঁয়াজ দুই দিন আগে বিক্রি হয়েছিল ২২-২৩ টাকা কেজি, এখন হচ্ছে ২৫-২৬ টাকায়।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রবিউল বলেন, ‘আবারও পেঁয়াজের দাম বেড়েছে, গত দুই দিন আগে যে পেঁয়াজ ২২ টাকা কেজি দরে ক্রয় করেছি, আজ তা কিনতে এসে দেখি ২৫-২৬ টাকা। এতে করে আমাদের মতো সাধারণ মানুষদের সমস্যায় পড়তে হচ্ছে। পেঁয়াজের দাম যদি কমে, তাহলে আমাদের জন্য ভালো হয়।’

পেঁয়াজ বিক্রেতা মমিনুল হক বলেন, ‘হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন অঞ্চলে খেত থেকে পেঁয়াজ ওঠাতে পারেননি কৃষক, যার কারণে বাজারে পেঁয়াজের সরবরাহ খানিকটা কম রয়েছে। এতে করে পেঁয়াজের দাম কেজি প্রতি ৩ টাকা করে বেড়েছে। তবে খেত থেকে পেঁয়াজ ওঠানো শুরু হলে বাজারে সরবরাহ যেমন বাড়বে, তেমনি দামও কমবে।’

এ বিষয়ে জানতে চাইলে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন আজকের পত্রিকাকে বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত থাকলেও এর পরিমাণ কিছুটা কমেছে। বন্দর দিয়ে বৃহস্পতিবার যেখানে ১০ ট্রাকে ২৬৮ টন পেঁয়াজ আমদানি হয়েছিল, সেখানে শনিবার হয় ৩টি ট্রাকে ৮৩ টন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ