Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

শতবর্ষী কোদালিয়া স্কুল ছড়াচ্ছে শিক্ষার আলো

সাখাওয়াত হোসেন হৃদয়, পাকুন্দিয়া

শতবর্ষী কোদালিয়া স্কুল ছড়াচ্ছে শিক্ষার আলো

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চবিদ্যালয় অন্যতম। ১৯১০ সনে কোদালিয়া গ্রামের মরহুম সহরুল্লাহর চার একর জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তিনি এ জমি দান করেন। যেটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী মঞ্জুর করা হয়।

প্রতিষ্ঠার পর থেকে সগৌরবে টিকে আছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। সুদীর্ঘ সময় ধরে শিক্ষার আলো ছড়িয়ে আসছে প্রতিষ্ঠানটি। এখান থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা নিয়েছে হাজারো শিক্ষার্থী। কোদালিয়াসহ আশপাশ এলাকার অনেক শিক্ষার্থীরাই এখানে পড়াশোনা করে।বিদ্যালয়ের বহু শিক্ষার্থী রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

তবে ১১০ বছর পার করা বিদ্যালয়টির অবকাঠামোগত তেমন একটা উন্নয়ন হয়নি। গত কয়েক বছর ধরে বিদ্যালয়টিতে সব দিক থেকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার সম্প্রসারণসহ বৃক্ষরোপণের মাধ্যমে প্রতিষ্ঠানটি ভিন্ন মাত্রায় পৌঁছেছে। সব কটি শ্রেণিকক্ষে বিদ্যুৎ সংযোগ ও বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করায় শিক্ষার পরিবেশ আগের চেয়ে অনেকটাই উন্নত হয়েছে। ফলে জেএসসি ও এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করতে পেরেছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়টিতে বর্তমানে ১ হাজার ৩০০ শিক্ষার্থী পড়ালেখা করছে। বিদ্যালয়টিতে ১৯ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী রয়েছেন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের পাশাপাশি অত্যন্ত মনোরম পরিবেশে পাঠদান চলছে।বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন বলেন, ‘শত বছরের পুরোনো বিদ্যালয়টিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। করোনা মহামারির কারণে দীর্ঘদিন পাঠদান বন্ধ ছিল। ফের পুরোদমে ক্লাস চালু হয়েছে। শিক্ষকেরা আন্তরিকতার সঙ্গে পাঠদান করছেন।’

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতাউল্লাহ সিদ্দিক মাসুদ জানান, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব সম্প্রসারণ করা হয়েছে। নতুন একটি ভবন বরাদ্দের আবেদন জানানো হয়েছে। 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ