Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

হরকাতুল জিহাদের ৪ সদস্যের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা

হরকাতুল জিহাদের ৪ সদস্যের কারাদণ্ড

খুলনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের ৪ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক বেগম রোজিনা আক্তার এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মিজানুর রহমান তুষার (২৩), মো. ওমর ফারুক (১৮), মো. মুজাহিদুল ইসলাম (২১) ও মো. ইউসুফ আল হেলাল (২০)।

এদের মধ্যে মিজানুর রহমান তুষারকে সন্ত্রাস দমন মামলার আট ধারায় ৬ মাস এবং নয় ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর তিস আসামি ওমর ফারুক, মুজাহিদুল ইসলাম ও ইউনুস আহমেদ আল হেলালকে ৮ ধারায় ৬ মাস এবং ৯ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বেঞ্চ সহকারী মো. ইকরামুল কবীর কিসমত নথির বরাত দিয়ে জানান, ২০০৮ সালের ১৪ অক্টোবর খালিশপুর থানার দারুস সালাম জামে মসজিদের সামনে থেকে হরকাতুল জিহাদ আল ইসলামের ৪ সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব। ১৮ অক্টোবর র‍্যাব-৬ এর উপপরিদর্শক (এসআই) মফিজুল হক বাদী হয়ে ওই ৪ জনের বিরুদ্ধে খালিশপুর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করে। ২০১৪ সালের ২২ জুলাই সিআইডি পুলিশের পরিদর্শক সিঠু রানী দাশ ওই ৪ জনের নামে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ায় গতকাল আদালত ৪ আসামিকে এ দণ্ড দেন।

রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন বিশেষ পিপি মো. শওকত আলী (সুজা)। এ সময় খুলনা জেলা পিপি শেখ এনামুল হক উপস্থিত ছিলেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ