চুয়াডাঙ্গায় স্ত্রীকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ফারুক হোসেনকে (৫১) কারাগারে পাঠানো হয়েছে। গত বুধবার রাতে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
এর আগে বুধবার ভোর ৫টার দিকে দর্শনা থানার বড়শলুয়া গ্রামের নিজ বাড়ি থেকে ফারুককে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
জানা যায়, গত মঙ্গলবার দুপুরে সদর উপজেলায় বড়শলুয়া গ্রামের আরাফাত হোসেন স্মরণী বিদ্যাপীঠ বিদ্যালয়ের ভেতরে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাফিয়া ইয়াসমিনকে হত্যার উদ্দেশ্যে কয়েক রাউন্ড গুলি চালান তাঁর স্বামী ফারুক। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে যান নাফিয়া।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, পারিবারিক বিরোধের জেরে মঙ্গলবার দুপুরে ফারুক তাঁর দ্বিতীয় স্ত্রী নাফিয়াকে লক্ষ করে দুই রাউন্ড গুলি ছোড়েন। রাতে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরে বুধবার ভোরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ফারুককে আটক করা হয়। উদ্ধার করা হয় তাঁর লাইসেন্সকৃত টুটু বোরের রাইফেল ও ১৩৪ রাউন্ড গুলি। বুধবার বিকেলে এ ঘটনায় নাফিয়া হত্যাচেষ্টা এবং অবৈধ গুলি রাখার অপরাধে পুলিশ দর্শনা থানায় মামলা করে। রাতে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
গ্রেপ্তারের পর অভিযুক্ত ফারুক বলেছিলেন, ‘ক্ষ্যাপা কুকুর মারার জন্য আমি লাইসেন্সকৃত রাইফেল থেকে ২ রাউন্ড গুলি ছুড়েছি।’